ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাটগ্রামে তরুনীর ছবি ফেইসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় আটক ১

প্রকাশিত: ১৯:১২, ২০ সেপ্টেম্বর ২০২০

পাটগ্রামে তরুনীর ছবি ফেইসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় আটক ১

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার পাটগ্রাম উপজেলায় গোপনে তরুনীর গোশলের নগ্ন দৃশ্য ক্যামেরায় ধারণ করে ফেসবুকে আপলোড করার অপরাধে রিফাত হোসেন প্রধান(১৯) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। আজ রবিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্ধেশ দেয়। গ্রেফতার যুবক রিফাত হোসেন প্রধান উপজেলার বেংকান্দা ধনিটারী গ্রামের আসাদুল ইসলামের ছেলে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, জেলার পাটগ্রাম উপজেলার বেংকান্দা গ্রামের বিভিন্ন পাড়া ও মহল্লার তরুনী, গৃহবধুর গোসলের দৃশ্য ও প্রকৃতির ডাকে সাড়া দেয়ার নগ্ন/অর্ধনগ্ন ছবি গোপনে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করছে। একটি ফেক আইডি খুলে দিনের পর দিন এই অপকর্ম করে যাচ্ছিল। ‘সেই আমি একজন’ নামক একটি আইডিতে কিছুদিন আগে স্ত্রীর নগ্ন ছবি দেখে একজন গৃহকর্তা ওই ফেক আইডির বিরুদ্ধে পাটগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে পাটগ্রাম থানা পুলিশ। অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ডিজিটাল ক্রাইম ইউনিট ফেক আইডি ব্যবহারকারী লম্পট যুবক রিফাত হোসেন প্রধানকে চিহ্নিত করে। তাঁকে গতকাল সনাক্ত শনিবার দিবাগত মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় নিজ বাড়ি হতে পাটগ্রাম পুলিশ আটক করে। গ্রেফতার রিফাতের মোবাইল ফোন জব্দ করে ওই গ্রামের বিভিন্ন তরুনী,নারী, গৃহবধুর নগ্ন ও অর্ধনগ্ন ছবি/ভিডিও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পন্যগ্রাফি আইনে পাটগ্রাম থানায় রিফাত হোসেন প্রধানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে জেল হাজাতে প্রেরণের নির্দেশ দিয়েছে।
×