ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বান্দরবানে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

প্রকাশিত: ১৭:৩২, ৩ আগস্ট ২০২০

বান্দরবানে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

অনলাইন রিপোর্টার ॥ বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ত্রি-স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হয়েছে। সোমবার আষাঢ়ী পূর্ণিমাকে ঘিরে বান্দরবানের কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধ বিহার, বান্দরবানের খিয়ং ওয়া কিয়ং রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ পাহাড়ি পল্লীর বৌদ্ধ বিহারগুলো সেজেছে বর্ণিল সাজে। সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, খুমী, ত্রিপুরা, লুসাই, বম, খিয়াং, চাকমা, চাক সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোরদের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে পাহাড়ের বিহারগুলো। ধর্মীয় প্রার্থনা, বৌদ্ধ ধর্মীয় নেতা ভিক্ষুদের (ভান্তে) খাবার, ছোয়াইং, চিবরদান, নগদ টাকা, গুরু ভক্তি, প্রদীপ প্রজ্বলনসহ বিভিন্ন ধরণের সামগ্রী দান করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্মীয় নেতা শীলজ্যোতি বড়ুয়া বলেন, আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ৩ মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় সংযম পালনের মাধ্যমে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনুসারন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার। পূর্ণিমার এই তিথিতেই বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ হয়েছিল।
×