ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় ৫ জনকে করোনা মুক্ত ঘোষণা

প্রকাশিত: ১৫:২১, ১ জুন ২০২০

হাতিয়ায় ৫ জনকে করোনা মুক্ত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ করোনায় আক্রান্ত ৬ জনের মধ্যে ৫ জনকে আনুষ্ঠানিক ভাবে সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ সোমবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন, ডাক্তার নিজাম উদ্দিন মিজান, করোনা মুক্ত ডাক্তার ওয়াছি দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে সধ্য করোনা মুক্ত হওয়া ডাক্তার ওয়াছি দ্বীন মোহাম্মদ, সেকমো ডাক্তার বিমান চন্দ্র আচার্জ, স্বাস্থ সহকারী আবুল কাশেম, হাসপাতালের কর্মী মুন্নি আক্তার , মসজিদের ইমাম জামসেদ উদ্দিন সহ ৫ জনকে ফুল দিয়ে বরন করে প্রত্যায়ন পত্র দিয়ে করোনা মুক্ত ঘোষণা করা হয়। হাতিয়াতে প্রথম থেকে এ পর্যন্ত ২শত ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১ শত ৪৩ জনের, যাদের ৪ জনের পজেটিভ ও অন্য সবার রিপোট নেগেটিভ এসেছে। এছাড়া দুজন হাতিয়া থেকে নোয়াখালী ও ঢাকায় যাওয়ার পর করোনা আক্রান্ত হন।
×