ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত ৬৮ জন ॥ সুস্থ ১২

প্রকাশিত: ১৮:২৭, ৩১ মে ২০২০

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত ৬৮ জন ॥ সুস্থ ১২

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ জন পৌঁছালো। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরীত ১ হাজার ১শ‘ ৩৬ জনের নমূনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়। ইতোমধ্যে বোদা উপজেলায় ১ জন এবং দেবীগঞ্জ উপজেলায় ১ করোনা রোগীর মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, সদর উপজেলায় ২১ জন, বোদা উপজেলায় ৭ জন, দেবীগঞ্জ উপজেলায় ২৮ জন, তেঁতুলিয়া উপজেলায় ৭ জন এবং আটোয়ারী উপজেলায় ৫ জন রোগী শনাক্ত হন। এদিকে, পঞ্চগড় পুলিশ লাইনসে কর্মরত পুলিশের এক এএসআই ও জেলা কারাগারের এক বন্দীকে করোনাভাইরাস সংক্রমণমুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের নিয়ে জেলায় করোনাভাইরাস সংক্রমণমুক্ত হলো ১২ জন। পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী এর সত্যতা স্বীকার করেছেন। পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরীত ১ হাজার ২শ ২৩ টি নমুনার মধ্যে ১ হাজার ১শ ৩৬ টি নমুনা পরীক্ষা করে ৬৮ জন করোনাভাইরাসে সংক্রমণিত হয়। এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি ৮৭ টির বলে সিভিল সার্জন জানিয়েছেন।
×