ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বেড়েছে সবজির দাম

প্রকাশিত: ০১:৫১, ২৯ মার্চ ২০২০

হবিগঞ্জে বেড়েছে সবজির দাম

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ শহরে করোনাভাইরাসের প্রভাবে বেড়েছে সবজির দাম। উত্তরবঙ্গ থেকে ট্রাক না আসা এবং স্থানীয় কৃষকদের পরিবহন সমস্যার কারণে সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে প্রচুর পরিমাণ সবজি নিয়ে এসেছেন কৃষকরা। পাইকাররা সেখানে এসে সবজি ক্রয় করছেন। মৌসুমি সবজি আলু, টমেটো, লাউ, ফুলকপি, বাধাকপি, বরবটিসহ সব ধরনের সবজি থাকলেও দাম তুলনামূলক ভাবে বেশী। বাজারের পাইকার করম আলী জানান, উত্তরবঙ্গ থেকে ট্রাক না আসায় এবং স্থানীয় কৃষকরা কোনো গাড়ি না পেয়ে বেশী মূল্যে রিক্সায় করে সবজি বাজারে আনছে। ফলে দাম একটু বেশী। পাইকারিভাবে আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা কেজি। টমেটো ২০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাধাকপি ২৫ টাকা, ঢেড়শ ৫০ টাকা, বেগুন ৪০টাকা দরে বিক্রি হচ্ছে এই বাজারে। তিনি জানান, স্থানীয় কৃষকরা এখানে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে। করোনাভাইরাস নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। বাজারে কাস্টমারও রয়েছে পর্যাপ্ত। এদিকে শহরের শায়েস্তানগর বাজারে গিয়ে দেখা যায়, সেখানেও সবজির দাম বেশী। ক্রেতাও আছেন প্রচুর। বহুলা গ্রামের সবজি ব্যবসায়ী লিয়াকত আলী জানান, শীতকালিন সবজির মৌসুম প্রায় শেষ। ফলে দাম একটু বেশী। আর সবজির সরবরাহের তুলনায় ক্রেতা বেশী থাকায় বাজারে দাম বেশী হচ্ছে। বাহির থেকে মাল আসলে সবজির দাম কমে যাবে বলে জানান তিনি। এভাবে জেলার হাটবাজারে বিভিন্ন অযুহাতে সবজির দাম বেড়েছে। এনিয়ে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা পড়েছেন বিরাট সমস্যায়। এতে বিত্তবানদের সমস্যা নেই।
×