ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের বিজয়ে প্ল্যাকার্ড হাতে আফেন্দি স্যার

প্রকাশিত: ০৯:২০, ১১ ফেব্রুয়ারি ২০২০

ক্রিকেটারদের বিজয়ে প্ল্যাকার্ড হাতে আফেন্দি স্যার

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ॥ মুজিববর্ষে অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ^কাপে বাংলাদেশ যুব দল প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় নান্দাইলে এক অধ্যাপক প্ল্যাকার্ড হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌরসদরে মহাসড়ক সহ বিভিন্ন অলিগলিতে প্ল্যাকার্ড হাতে তাঁকে দেখতে পাওয়া গেছে। তিনি হচ্ছেন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম। সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তিটিকে সবাই আফেন্দি স্যার বলেই জানে। জানা গেছে, রবিবার ফাইনালে ভারত যুব দলকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশ যুবরা। বিশ্বকাপের মতো আসরে যা আজ পর্যন্ত বাংলাদেশের কোন ক্রিকেট দল করতে পারেনি। বাংলাদেশ যুব দল তা করে দেখিয়েছে। এই ক্রিকেটারদের উৎসাহ যোগাতে এবং জয়ের খবর জানাতে আফেন্দি নূরুল ইসলাম ‘জয় জয় বিশ^কাপে বাংলাদেশের ক্রিকেটারদের জয়’ শিরোনামে অভিনব কায়দায় প্ল্যাকার্ড হাতে একটি অভিনন্দন বার্তা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি প্ল্যাকার্ডে বঙ্গবন্ধুকে উদ্যোশ্য করে বলেন, ‘ও গো বন্ধু, বঙ্গবন্ধু দেখে যাও তোমার দেশ সেজেছে সাজছে যে ফুলে ফুলে বেশ। বাংলার টাইগাররা সূর্য্যে দিয়েছে ঝাঁপ।’ এ সময় উৎসুক জনতা তাঁকে ঘিরে প্ল্যাকার্ডটি পড়তে দেখা গেছে। ওই সময় জানতে চাইলে কয়েকজন বলেন, আফেন্দি স্যার প্ল্যাকার্ড হাতে সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে একাকী প্রতিবাদ জানিয়ে রাস্তায় ঘুরে বেড়ান। আলোকময় বানি হাতে ফেরি করে মানুষকে সচেতন করার নিরন্তর চেষ্টা করেন। ঘুষ-দুর্নীতি, ধর্ষণ, শিশু হত্যা, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যার পাশাপাশি সরকারের ভাল কাজের প্রশংসা করে এখন পর্যন্ত ১শত বারের অধিক সময় তিনি প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন। এই বিষয়ে আফিন্দ নূরুল ইসলাম বলেন, বাংলার দামাল ছেলেরা আমাদের দেশের ভাবমুর্তি বিশে^র কাছে উজ্জ্বল করেছে। মুজির্ববষকে স্মরণিয় করেছে। তাই ক্রিকেটের সূর্য্য সন্তানদের সম্মানে তিনি অভিনন্দন বার্তা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। অবসরপ্রাপ্ত এই অধ্যাপক মনে করেন, সমাজে ভালো কাজের প্রশংসা ও মন্দ কাজে প্রতিবাদ করা সবার দ্বায়িত্ব। আর দলগত ভাবে রাস্তায় নেমে বিশৃংখলা সৃষ্টি না করে শান্তিপূর্ণ একক প্রতিবাদ করা উচিত। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালিরা পাকিস্তানিদের অন্যায়ের প্রতিবাদ না করলে আজ স্বাধীন বাংলাদেশ হতো না।
×