ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

প্রকাশিত: ০৪:৪৬, ২১ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.আব্দুর রশিদ। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অীফসার মো: বদরুদ্দোজা শুভ, পৌর আওয়াম ীলীগের ষাবপতি জীবন কুমার বিশ্বাস, প্রিন্সিপাল হাবিবুর রহমান, জয়ারানি চন্দ প্রমূখ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। ২ দিন ব্যাপী এ মেলায় সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪০ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শণ করেছে। এসব স্টলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিষ্কৃত বিভিন্ন প্রকল্প স্থান পেয়েছে। বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হবে।
×