ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটির রাজস্থলীতে ২টি সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ৩ জন নিহত

প্রকাশিত: ০৯:২৪, ১৮ নভেম্বর ২০১৯

রাঙ্গামাটির রাজস্থলীতে ২টি সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ৩ জন নিহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম রাজস্থলী উপজেলার বালুমুড়ার মারমা পাড়া এলাকায় সোমবার বিকাল সাড়ে ৪টার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও মারমা লিভারেশন পাটির সঙ্গে প্রচ- গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। নিহতরা সকলেই জেএসএস কর্মী বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে । এলাকাটি অত্যান্ত দূর্গম হওয়ায় নিহতদের নাম পাওয়া যায়নি। ঘটনার স্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌছে লাশ উদ্ধার করেছে বলে রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন। আশে পাশে এলাকাবাসী না থাকায় নিহতদের নাম পরিচয় পাওয়া যাযনি।ঘটনার স্থল রাজস্থলী উপজেলা সদর থেকে ২৫/৩০ কিলোমিটার দক্ষিণে গভীর অরন্যে। এলাকার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা । রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা মোঃ মফজর আহমদ খান জানায় তারা ৩টি গুলি বিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার জন্য রওয়ানা দিয়েছেন । রাত ৯টায় এই রির্পোট লিখা পর্যন্ত লাশ নিয়ে থানায় পৌছাইনি। পুলিশ রাতে বিস্তারিত আর কোন তথ্য জানতে পারেনি বলে জানায়।
×