ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তিন মাসেও শেষ হয়নি কেশবপুর সড়কের এক কিলোমিটার সংস্কার কাজ

প্রকাশিত: ০৪:২০, ২৫ জুন ২০১৯

তিন মাসেও শেষ হয়নি কেশবপুর সড়কের এক কিলোমিটার সংস্কার কাজ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ তিন মাসেও শেষ করা হয়নি কেশবপুর হাসপাতাল সড়কের সংস্কার কাজ। এতে শহরের ত্রিমোহিনী মোড় থেকে কালাবাসা মোড় পর্যন্ত ৯শ’ মিটার সড়কের দু’পাশ সংলগ্ন হাসপাতাল, ক্লিনিক, সরকারী প্রাণী সম্পদ অফিস, পোষ্ট অফিস, খাদ্য গুদাম, ব্যাংক-বীমা অফিস, প্যাথলজি, অর্ধশত ঔষধের দোকানসহ ৫ শতাধিক অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, রোগিরা ও সাধারন মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। অত্যন্ত জনগুরুত্ব পূর্ণ ও ব্যস্ততম এ সড়ক সংস্কার কাজে ধীরগতির কারনে স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। কেশবপুর শহরের মধ্যে সবচেয়ে জনচলাচলের এই সড়কটি সংস্কারের নামে তিন মাস অচল করে রাখা হয়েছে। গত মার্চ মাসে ত্রিমোহিনী মোড় থেকে খুড়াখুড়ি (ভাঙ্গা) শুরু করা হলেও এ পর্যন্ত মাত্র ২৫ শতাংশ কাজ হয়েছে। হাসপাতাল ও ক্লিনিকে আসা রোগিসহ এ সড়কে চলাচলকারি এবং সড়কের দু’পাশের ব্যবসায়ী-ক্রেতা ও পথচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সড়কের পাশে পানি নিস্কাশনের ড্রেন নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে ড্রেনেজ ব্যবস্থা। সড়কের পাশে পচা পানিতে মশাসহ নানা জীবানু জন্মাচ্ছে। জনসাধারনের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সর্বদা যানজট লেগেই রয়েছে। রোগি বহনের এ্যাম্বুলেন্সও যানজটে আটকে পড়ছে। গোটা এলাকায় ধূলাবালিতে দম নেয়ার পরিবেশ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাহার এন্টার প্রাইজের এ কাজে দায়িত্বরত ম্যানেজার রামপ্রসাদ সরকার জানান, এ কাজের টাইম লাইনে এখনো ৭/৮ মাস সময় রয়েছে। রাস্তাটি খোঁচার সময় নীচে পিচের ২/৩টি স্তর পাওয়া যাওয়ায় কাজের অগ্রগতি কম হচ্ছে। আমরা চেষ্টা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার। এ ছাড়া কোরবানী ঈদের আগে হাসপাতাল পর্যন্ত কাজ শেষ করার চেষ্টা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান জানান, ঢিলেতালে সংস্কার কাজ করায় জনগনের দূর্ভোগ বেড়েছে। কোনভাবেই এতো সময় লাগানো ঠিক হচ্ছে না। আমি তাদের সাথে কথা বলন এবং দ্রুত কাজ শেষ করার জন্য ব্যবস্থা গ্রহন করব।
×