ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মণিরামপুরে রাজগঞ্জ হাট নিয়ে টান টান উত্তেজনা

প্রকাশিত: ০১:২৭, ২৩ মে ২০১৯

মণিরামপুরে রাজগঞ্জ হাট নিয়ে টান টান উত্তেজনা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রায় অর্ধশত বছর ধরে চলমান মণিরামপুরের ‘রাজগঞ্জ হাট’ নিয়ে দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে। জানা যায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের দফতর হতে রাজগঞ্জ হাটের ২২ লাখ ২৮ হাজার ৪৭৩ টাকা ভিত্তিমূল্যে ধরে একই সাথে উপজেলার ৫৭টি হাটবজারের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে মোতাবেক এমএম ইমরান খান পান্না নামের জনৈক ব্যক্তি ২৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকার বিপরীতে রাজগঞ্জ হাট পরবর্তী এক বছরের জন্য ইজারা পান। ভ্যাটসহ অন্যান্য খরচ বাবদ তার প্রায় ৩২ লাখ খরচ হয়েছে বলে তিনি দাবি করেন। রাজগঞ্জ স্কুল কর্তৃপক্ষের পক্ষে অধ্যক্ষ আব্দুল লতিফ যশোর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে ১৪৪ ধারা ও নিষেধাজ্ঞা চেয়ে যথাক্রমে ৩ এপ্রিল ও ২০ মে আবেদন করেন। গত মঙ্গলবার ও বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষ হাটের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছেন-মর্মে মাইকিং করে লোকজনকে হাটে আসতে নিষেধ করে। ইজারাদার পান্না খান বলেন, তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতে একটি কু-চক্রীমহল মাইকিং করছে। অথচ তার কোন ভিত্তি নেই। তিনিও নিষেধাজ্ঞার বিষয়টি ভিত্তিহীন বলে বৃহস্পতিবার মাইকিং করান। বাজার কমিটির আহবায়ক চাকলাদার আবুল বাশার বলেন, দীর্ঘদিন ধরেই সরকারি নিয়মনীতি মেনেই হাট হয়ে আসছে। বিষয়টি নিয়ে অধ্যক্ষ আব্দুল লতিফ বাড়াবাড়ি করছেন বলেও তিনি জানান। স্থানীয় ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার বলেন, সেখানে প্রায় ৪০ বছর ধরে হাট বসে আসছে। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, হাটবন্ধে কিংবা ১৪৪ ধারা জারি সংক্রান্ত কোন ধরনের নির্দেশ আদালত থেকে দেয়া হয়নি। মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে তিনি আদালতের নির্দেশে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। তবে, এ নিয়ে যে কোন ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশি তৎপরতাবৃদ্ধি করা হয়েছে।
×