ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সান্তাহারে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ

প্রকাশিত: ০৩:৪৮, ১৯ মে ২০১৯

সান্তাহারে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ

নিজস্ব সংবাদদাদা, সান্তাহার ॥ ২৫মে উদ্বোধন যাওয়া ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন উত্তরের বৃহৎ রেলওয়ে জংশন সান্তাহার স্টেশনে বিরতি ঘোষণার দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ আজ রবিবার দুপুরে ঢাকাগামী ‘দ্র্রুতযান’ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন অবরোধ করার ঘটনা ঘটিয়েছে। এসময় আন্দোলনকারিদের নানা শ্লোগানে স্টেশন চত্বর মুখোরিত হয়ে উঠে। ওই ট্রেনটির যাত্রা বিরতির দাবিতে বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে লাগাতার আন্দোলন কর্মসুচি। লাগাতার কর্মসুচির অংশ হিসাবে রবিবার দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত সান্তাহার জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন অবরোধ করা হয়। নতুন ট্রেনটির সান্তাহার জংশন স্টেশনে যাত্রা বিরতির একাধিক কারণ ব্যাখ্যা করে বক্তব্য রাখেন, ট্রেন যাত্রা বিরতি বান্তবায়ন কমিটির আহবায়ক সাবেক গভর্নর কছিম উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর সভার সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, বর্তমান প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কমিটির সদস্য নিসরুল হামিদ ফুতু, শাহিনুর রহমান মন্টি, আসলাম সিকদার, রবিউল ইসলাম রবিন, মাসুদ রানা, মাহফুজুল হক টিকন, মামুনুর রশিদ, ব্যবসায়ী গোলাম মোস্তফা সুটু, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি গোলাম আমবিয়া লুলু ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ। বক্তরা অবিলম্বে ঐতিহ্যবাহী ও প্রাচীন জংশন স্টেশনে নতুন ট্রেনের যাত্রা বিরতির জনদাবী মেনে নেয়ার জন্য রেলপথ মন্ত্রীর প্রতি আহবান জানান। যাত্রা বিরতির ঘোষণা না করা পর্যন্ত সোমবার থেকে দিনের বেলা চলাচলকারি সকল ট্রেন অবরোধ করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
×