ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রোজার শুরুতেই কর্মব্যস্ত ইসলামপুর

প্রকাশিত: ০৮:৪৪, ১১ মে ২০১৯

 রোজার শুরুতেই কর্মব্যস্ত ইসলামপুর

স্টাফ রিপোর্টার ॥ রোজার শুরুতেই কর্মব্যস্ত হয়ে উঠেছে পুরান ঢাকার থান কাপড়ের ঐতিহ্যবাহী পাইকারি বাজার ইসলামপুর। ক্রেতা চাহিদা পূরণে দেশীয় কাপড়ের পাশাপাশি ভারত ও চীন থেকে আনা কাপড়ে দোকান সাজিয়েছেন দোকানিরা। বৈচিত্র্যময় পণ্য ও সুলভ মূল্যের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাপড় কিনতে আসছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। হরেক রং ও ধরনের কাপড়ের সমারোহ, গুণগত মান ও সুলভ মূল্য হওয়ায় সব শ্রেণীর ক্রেতার কাছে জনপ্রিয় পুরান ঢাকার ইসলামপুর বাজার। সারা বছরই এখানে থাকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের আনাগোনা। ঈদ সামনে রেখে পাড়া মহল্লার হকারই শুধু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুচরা ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট ইসলামপুরের সবগুলো মার্কেট। দেশী-বিদেশী সব ধরনের কাপড়ের দেখা মিলবে ইসলামপুরে। তবে ভারত ও চীনা কাপড়ের প্রাধান্য তুলনামূলক বেশি। মেয়েদের থ্রিপিস, শাড়ি; ছেলেদের প্যান্ট, শার্ট ও পাঞ্জাবিসহ সব ধরনের কাপড়ে সমারোহ থাকায় এখানে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রত্যন্ত অঞ্চলের পাইকারি ব্যবসায়ীরা। কমদাম ও বৈচিত্র্যের কারণে পছন্দসই কাপড়ে ঈদের পোশাক বানাতে আসছেন সাধারণ ক্রেতারাও। নির্বাচন ও বৈরী আবহাওয়ার কারণে গেল কয়েক মাসে ইসলামপুরে কাপড়ের বাজার মন্দা গেছে। ঈদের আগে ভাল বেচাকেনায় সেই ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যবসায়ীদের। ইসলামপুরে বিশাল এলাকাজুড়ে রয়েছে ছোট বড় প্রায় ১০ হাজার কাপড়ের দোকান।
×