ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এমপিওর আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

এমপিওর আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এমপিওর আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা। আজ মঙ্গলবার সকাল ১১টায় নীলফামারী শহরের শহীদ মিনার সড়কের সামনে দাবি বাস্তবায়নে মানববন্ধন সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। নীলফামারী নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ সারোয়ার মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক খোকা রাম রায়, অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে তারা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মোঃ নাহিদ হাসানের নিকট প্রদান করে।
×