ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতেও লাইসেন্স নেয়ার চাপ বেড়েছে

প্রকাশিত: ০৬:৩৭, ১ সেপ্টেম্বর ২০১৮

 রাজশাহীতেও লাইসেন্স নেয়ার চাপ বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং দেশজুড়ে চলা ট্রাফিক সপ্তাহের প্রভাব পড়েছে রাজশাহীতেও। নতুন লাইসেন্স নেয়া, নবায়নসহ নানা কারণে চাপ বেড়েছে বিআরটিএ কার্যালয়ে। সেবা নিতে আসা গ্রাহকরা বলছেন, বছরজুড়েই বিআরটিএ এবং ট্রাফিক পুলিশের এমন তৎপরতা থাকলে ধীরে ধীরে সড়কে শৃঙ্খলা ফিরবে। নতুন পুরনো সব চালকই ভিড় জমাচ্ছেন রাজশাহী বিআরটিএ কার্যালয়। কেউ এসেছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, কেউবা গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে। যানবাহনের নতুন রেজিস্ট্রেশন নিতেও এসেছেন অনেকে। তবে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্সের নিতে আসা মানুষের সংখ্যাই বেশি। কারণ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর এখন ভ্রাম্যমাণ আদালতও বেশ সক্রিয়। সেবা নিশ্চিতে সকাল ৯টা থেকে টানা ১২ ঘণ্টা খোলা রাখা হচ্ছে বিআরটিএ কার্যালয়। কর্মকর্তারা বলছেন, দালালের দৌরাত্ম্য দূর করতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
×