ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাগুরায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে নিহত ১

প্রকাশিত: ১৭:৫০, ১১ আগস্ট ২০১৮

মাগুরায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে নিহত ১

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ আজ শনিবার ভোর রাতে মাগুরার মহম্ম্দপুর উপজেলার রামপুর গ্রামে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে আবুল বাসার (৪২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে । এই সময় পুলিশ ঘঁটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলি , ৩টি গুলির খোসা ৫টি রামদা উদ্ধার করে । নিহত আবুল বাসার ডাকাত সর্দার এবং তার নামে থানায় ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ডাকাত সর্দার আবুল বাসার জেলার মহম্ম্দপুর উপজেলার বিল্লপাড়া গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে । মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তরীকুল ইসলাম জানান, জেলার মহম্ম্দপুর উপজেলার রামপুর গ্রামে রাত ২টার দিকে দু’দল ডাকাতের মধ্যে গোলগুলির খবরে পুলিশ ঘঁটনাস্থলে যায় এবং সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় । পরে জানাযায় সে কুখ্যাত ডাকাত সর্দার আবুল বাসার । তাকে মহম্ম্দপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই সময় ঘঁটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলি , ৩টি গুলির খোসা ও ৫টি রামদা উদ্ধার করা হয় । নিহত আবুল বাসারের নামে থানায় ১২টি মামলা রয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০শর্য্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
×