ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পরমাণু শক্তি কমিশন পরীক্ষা : সাইফুলের ঠিকানায় সাবিহার প্রবেশপত্র

প্রকাশিত: ০৩:১৬, ২৩ মে ২০১৮

পরমাণু শক্তি কমিশন পরীক্ষা : সাইফুলের ঠিকানায় সাবিহার প্রবেশপত্র

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর অধীনে ‘একাউন্টস এ্যাসিসটেন্ট’ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র ছেড়েছেন কর্তৃপক্ষ। এর লিখিত পরীক্ষা আগামী ২৫শে মে শুক্রবার সকাল ১০টায় ঢাকা শেরে বাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় আগারগাও এ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের বাদশা হাওলাদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওই পদে আবেদন করেছিলেন। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় ডাকযোগে তার হাতে পৌঁছেছে কাঙ্খিত সেই প্রবেশপত্রের খাম। কিন্তু খামটি খোলামাত্র তার চোখ কপালে উঠেছে। খামের ভিতরে পাওয়া গেল ঢাকার সূত্রাপুর উপজেলার সাবিহা সিদ্দিকার প্রবেশ পত্র। যার ঠিকানা লেখা রয়েছে, ১৮৭/১, লাল মোহন সাহা স্ট্রীট, মহল্লা দক্ষিণ মহসিন্দি, ডাকঘর-ঢাকা সদর। পরমাণু শক্তি কমিশনের সংস্থাপন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নুরুন্নাহার বেগম স্বাক্ষরিত সাবিহা সিদ্দিকার প্রবেশপত্রটি কর্তৃপক্ষের ভুলেই চলে গেছে সাইফুল ইসলামের ঠিকানায়। এ সম্পর্কে জানার জন্য পরমাণু শক্তি কমিশনের সংস্থাপন বিভাগে যোগাযোগের চেষ্টা কাউকে পাওয়া যায়নি।
×