ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রমজানে ভেজাল বিরোধী অভিযান থাকবে : আতিকা

প্রকাশিত: ০১:১২, ১৭ মে ২০১৮

রমজানে ভেজাল বিরোধী অভিযান থাকবে : আতিকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ র‍্যাব-৮ এর সদ্যযোগদানকৃত অধিনায়ক (সিইও) আতিকা ইসলাম বলেছেন, পবিত্র মাহে রমজান মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে ক্রেতারা যেন কোন প্রকার প্রতারিত না হয়, সে বিষয় ছাড়াও পুরো মাসজুড়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি র‍্যাব সদস্যরা সর্বস্তরের মানুষের শান্তির জন্য কাজ করে যাবে। বৃস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর রুপাতলী রোডস্থ র‍্যাব-৮ এর দপ্তরে বরিশালের কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশ বাহিনীর অতিরিক্ত ডিআইজি ও বর্তমান র‍্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম আরও বলেন, আমরা যেমন প্রশাসনের একটি বিশেষ বাহিনীতে দেশের হয়ে কাজ করে যাচ্ছি, তেমনি সাংবাদিকরাও সমাজের একটি বড় অংশ হয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ, আকতার ফারুক শাহিন, বিধান সরকার, মুরাদ আহমেদ, ফেরদৌস সোহাগ, রাহাত খান, কাজী আল-মামুন, খান রফিক প্রমুখ।
×