
অনলাইন ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের রেলগেট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের পেছন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) নবীর হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পরিষদ মার্কেটের পেছন থেকে জহিরসহ তিনজন কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত অপর দুইজন হলেন সেন্টু ও জালাল।