ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মধ্যপাড়া পাথর খনি উন্নয়নের সোপান : জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০২:৫৮, ২৩ মার্চ ২০১৮

মধ্যপাড়া পাথর খনি উন্নয়নের সোপান : জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দেশের একমাত্র দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া পাথর উন্নয়নের সোপান হিসেবে চিহ্নিত করেন। খনি হতে প্রতিমাসে ১ লক্ষ ২০ হাজার মে.টন কঠিন শিলা উৎপাদনের লক্ষ্যমাত্রায় আজ শুক্রবার বেলা ১১টায় ৯ নম্বর স্টোপ উদ্বোধনকালে জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এসব কথা বলেন। এ উপলক্ষে খনি চত্বরে বণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিটিসির চেয়ারম্যান ড. সিরাজুল ইসলাম কাজীর সভাপতিত্বে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়েজউল্লাহ, বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এমজিএমসিএল বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন, জিটিসির প্রকল্প পরিচালক মি. আলিসকসেন্দ্রো মালসভ, চীফ অফ মাইন অপারেশন ইউরি দেভিয়াতভ, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম নুরুল আওরঙ্গজেব, জি,এম (অপারেশন) আসাদুজ্জামান আসাদ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, জিটিসির মহা-ব্যবস্থাপক জাবেদ সিদ্দিকী ও জামিল আহমেদ, পার্বতীপুরের ইউএনও তরফদার মাহমুদুর রহমান প্রমুখ।
×