ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জামালপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবষপূর্তি উৎসব

প্রকাশিত: ২৩:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

জামালপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবষপূর্তি উৎসব

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তির উৎসব শনিবার বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির ঐতিহ্য ও গৌবরের এ উৎসব উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। শহরের কাছারিপাড়ায় এই বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯১৮ সালে। জানা গেছে, শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষী স্মারক বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো: রেজাউল করিম হীরা। পরে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে সাথে নিয়ে বিদ্যালয়টির শতবর্ষী স্মারক ফলক উন্মোচন করেন। উৎসব উপলক্ষে সকালে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উৎসবের মূল আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষপূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ কে এম জহুরুল ইসলাম মনসুর। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংসদ সদস্য মো: রেজাউল করিম হীরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: সফিউর রহমান সফি প্রমুখ। উৎসবের দ্বিতীয় পর্বে দুপুরের পর প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সন্ধ্যা সাড়ে ছয়টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এ উৎসবকে ঘিরে বিদ্যালয় ভবন, পুকুর ও আশপাশের রাস্তায় বৈদ্যুতিক বাতির বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। উৎসব স্থানের কাছেই বিদ্যালয় মাঠে বসেছে মেলা। মেলায় নাগরদোলা, চড়কি ও নৌকা দোল এবং ২২টি স্টলে বিক্রি হচ্ছে নানারকম জিনিসপত্র।
×