ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইটভাটায় মাটি চাপা অষ্টম শ্রেণীর ছাত্র নিহত

প্রকাশিত: ০৩:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

ইটভাটায় মাটি চাপা অষ্টম শ্রেণীর ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ নিজের লেখাপড়ার খরচ ও সংসারের অভাব দুর করার লক্ষ্যে ইট ভাটায় কাজ করতে গিয়েছিলো অষ্টম শ্রেণীর ছাত্র জনি (১৪)। কিন্তু বিধি বাম। কাজ করার সময় মাটি চাপা পরে সে নিহত হয়। ঘটনাটি রবিবার সন্ধ্যায় জেলার আক্কেলপুর উপজেলার শান্তা গ্রামে ঘটেছে। জানা যায় আক্কেলপুরের আবাদপুর গ্রামের ছায়ের আলীর পুত্র জনি আক্কেলপুর ভানুরকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সংসারে অভাব থাকায় নিজের লেখা পড়ার খরচ যোগানো তার পিতার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এছাড়া সংসারে অভাব তো রয়েছেই। তাই লেখাপড়ার খরচ এবং সংসারের এই অভাব দূর করার লক্ষ্যে জনি পার্শ্ববর্তী শান্তা গ্রামের একটি ইটভাটায় প্রথমবারের মতো শ্রমিকের কাজ করতে যায় রবিবার। কাজ করার সময় সে মাটিতে চাপা পড়ে। গুরুত্বর আহত অবস্থায় তাকে দ্রুত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
×