ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে ইয়াবার চালান জব্দ নিয়ে ধুম্রজাল

প্রকাশিত: ০২:০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

টেকনাফে ইয়াবার চালান জব্দ নিয়ে ধুম্রজাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ইয়াবার এক বিশাল চালান জব্দ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সাহস করে কেউ মূখ খুলতে না চাইলেও হাটে-বাজারে চা দোকানে বিভিন্ন কানাঘুষা চলছে। অভিযোগ উঠেছে রবিবার ভোর ৪টায় হ্নীলা ১নং স্লুচ গেট এলাকায় হ্নীলা বিওপির বিজিবি সদস্যদের জব্দকরা ২লক্ষ ২০হাজার পিস ইয়াবায় ভাগ বসিয়েছে আয়ুব নামে এক ইয়াবা গডফাদার। বিজিবি জব্দ তালিকায় ১লক্ষ ১০হাজার পিস ইয়াবা ও একটি নৌকার বিপরিতে মালিক বিহীন মামলা করেছে। সমান ভাগে ভাগ করে ১লক্ষ ১০হাজার পিস ইয়াবা নিয়ে গেছে ইয়াবা চালানের সংবাদদাতা (ইন্ফরমার) গডফাদার আয়ুব খান। সূত্র মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় টেকনাফের হ্নীলা এলাকার আয়ুব খানের নাম লিপিবদ্ধ রয়েছে বলে জানা গেছে। ওই গডফাদার তার চাচা ফরিদের ২লাখ ২০ হাজার ইয়াবার চালান মিয়ানমার থেকে ১নং স্লুচগেট এলাকা দিয়ে প্রবেশ করবে নিশ্চিত হয়ে বিজিবির কিছু অসৎ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। ইয়াবা জব্দ করা সম্ভব হলে সমান ভাগে ভাগ করারও কথা পাকাপোক্ত করে নেয় আয়ুব। তবে সরিয়ে নেয়া ইয়াবা বিক্রির টাকা ওই অসৎ বিজিবি সদস্যদেরও ভাগ দেয়ার কথা চুড়ান্ত হয়েছে বলে জানা গেছে। রাতে বিজিবি টহল দলের সঙ্গে ঘটনাস্থলে যায় আয়ুব সিন্ডিকেট সদস্যরা। রবিবার ভোর ৪টায় ঠিকই আসে ইয়াবার চালান। জব্দ করে বিজিবি জওয়ানরা। পালিয়ে যায় ইয়াবা বহনকারী তিন ব্যক্তি। সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবা ফরিদের নামে মোট ২২কার্ড তথা ১কার্ড সমান দশ হাজার পিস। ২২কার্ড সমান ২লাখ ৪০হাজার পিস ইয়াবা নিয়ে হস্ত চালিত নৌকা হ্নীলা ১নং স্লুচগেট এলাকায় পৌছলে বিজিবি সদস্যরা নৌকাটি থামায়। ভয়ে ইয়াবা বহনকারীরা ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের মুঠোফোনে কল এবং বার্তা পাঠানো সত্বেও রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি। এলাকাবাসি এ বিষয়ে নিরপেক্ষ অধিকতর তদন্তের দাবী জানিয়েছেন।
×