ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে পাউবোর চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০১:০৯, ২২ জানুয়ারি ২০১৮

বরিশালে পাউবোর চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুই লাখ টাকা ঘুষ না দেয়ায় পুলিশ দিয়ে হয়রানীর অভিযোগে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে সোমবার দুপুরে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘুষ চাওয়ার ঘটনায় মধ্যস্থকারী (দালাল) আগৈলঝাড়ার এক ব্যক্তিকেও মামলায় আসামি করা হয়েছে। বরিশাল সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেছেন আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের বাসিন্দা ওবায়েদুল হক খান। আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন বরিশাল আঞ্চলিক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইরফান, গৌরনদী সার্কেলের সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী করিম আলী, সার্ভেয়ার ফরিদ উদ্দিন, মধ্যস্থকারী (দালাল) আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের হাবিব তালুকদার। বাদী পক্ষের আইনজীবী ও জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান বাচ্চু আরজির বরাত দিয়ে জানান, বাদী ওবায়েদুল হক খানের ভাই মনির খান একই এলাকার রানা গাইন ও তার স্বজনদের কাছ থেকে ২০১৫ সালে ৫৮ শতক জমি ক্রয় করেন। কয়েকদিন পূর্বে ওই জমিতে বালু ফেলে ভরাট কাজ শুরু করেন। ভরাটের খবর পেয়ে পাউবোর সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান গত ১৮ জানুয়ারি ভরাটকৃত জমি পানি উন্নয়ন বোর্ডের দাবি করে তাদের কাছে দুই লাখ টাকা দাবি করেন। এরপর জমির মলিক মনির খান স্থানীয় ইউপি সদস্য মিন্টু মিয়াকে নিয়ে ওই কর্মকর্তার কাছে সকল কাজগপত্র দেখাতে চাইলেও প্রকৌশলী মাহাবুবুর রহমান কোন কাগজপত্র না দেখে ইউপি সদস্যর সাথে দুর্ব্যবহার করেন। চাহিদানুয়ায়ি টাকা না দেয়ায় অন্য আসামিদের যোগসাযশে প্রকৌশলী মাহাবুবুর রহমান গত বৃহস্পতিবার পুলিশ দিয়ে তাদের ভরাট কাজ বন্ধ করে দেয় এবং মামলার হুমকি দেয়। আরজিতে আরও উল্লেখ করা হয়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তরা শুধু তাদেরই নয়, স্থানীয় জামাল সরদার, ফজলে সরদার, মোতালেব সরদার, রতন মিয়া, ধলু খান, দেলোয়ার খান, ফারুক খান, চুন্নু মিয়া, সেকান্দার আলী, ইদ্রিস সরদার, তাজেল সরদারসহ অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে লাভবান হয়ে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমিতে স্থায়ী ঘর তুলে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন।
×