ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কালকিনিতে সরকারি জমি দখলের চেষ্টা

প্রকাশিত: ২১:২০, ২১ জানুয়ারি ২০১৮

কালকিনিতে সরকারি জমি দখলের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ সরকারি জমি দখলের চেষ্টার ঘটনার বাধা প্রদান করায় মাদারীপুরের কালকিনিতে মোঃ হানিফ চোকদার নামের এক তহশিলদারকে বদলির হুমকি দিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় তহশিলদাররা। অভিযোগ ও সরেজমিন সুত্রে জানাগেছে, উপজেলার রমজানপুর এলাকার ১৪৭নং উত্তর চরআইরকান্দি মৌজার ৯৯ শতাংশ সরকারি জমিতে জোরপূর্বক দেয়াল নির্মানের চেষ্টা চালায় ওই এলাকার আমিন মোল্লাসহ তার লোকজন। এবং কি ওই জমি দখল করে জাফর খা, দুলাল মোল্লা, জাহাঙ্গির, আলামিন ও মহিউদ্দিনসহ বেশ কয়েজন মিলে দোকান উত্তোলন করে ব্যবসা পরিচালনা করছেন। এ দখলের চেষ্টার ঘটনা বাধা দেন রমজানপুর ইউপি তহশিলদার মোঃ হানিফ চোকদার। এতে ক্ষিপ্ত হয়ে আমিন মোল্লা তহশিলদার হানিফ চোকদারকে বদলির হুমকির প্রদান করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় তহশিলদারগন চরম ক্ষোভ প্রকাশ করেন। এ হুমকির ঘটনায় ইউএনও কাছে তহশিলদার হানিফ একটি অভিযোগ দেন। পরে ওই প্রভাবশালীদেরকে সরকারি জমি অবৈধভাবে দখল না করার জন্য নোটিশ প্রদান করেন। এবং ওই জমিতে অবৈধভাবে নির্মিত দোকান জরুরী ভিত্তিতে উচ্ছেদের জন্য নোটিশে উল্লেখ্য করা হয়। তহশিলদার হানিফ চোকদার অভিযোগ করে বলেন, সরকারি জমি দখল করার চেষ্টা করেছেন আমিন মোল্লা। আমি তাতে বাধা দিলে সে আমাকে এখান থেকে বদলি করে দেয়ার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান বলেন, আমি ঘটনাটি জেনেছি এবং জেলা প্রশাসককে এ বিষয়টি অবহিত করেছি।
×