ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে-তীব্র শীত: আগুনের তাপ নিয়ে দগ্ধ ৭

প্রকাশিত: ০২:২৭, ১৪ জানুয়ারি ২০১৮

ঠাকুরগাঁওয়ে-তীব্র শীত: আগুনের তাপ নিয়ে দগ্ধ ৭

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ দিনে রাতে ঘনকুয়াশার চাদরে ঢাকা থাকছে ঠাকুরগাঁও ও তার আশপাশের এলাকা। সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি আর হিমেল হাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে জেলার মানুষ। গত ৭ দিন যাবত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রী থেকে আট ডিগ্রীতে সেলসিয়াসে ওঠানা করছে। ঘনকুয়াশা থাকায় সড়কে প্রায় সকল যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতার্তরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। এদিকে শীত নিবারনের জন্য আগুনের তাপ নিতে গিয়ে গত দুই দিনে সাতজন দগ্ধ হয়ে ঠাকুরগাঁও আধুনিক সর হাসপাতলে ভর্তি হয়ে তারা এখন যন্ত্রণায় ছটফট করছে। এছাড়া ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীত জনীত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৯৬ জন শিশু চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে হাঁড় কাঁপানো শীতে দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া সাধারন মানুষজন । পেটের দায়ে কাজের খোঁজে এসেও ফিরে যেতে হচ্ছে অনেককেই । শীতের কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি কমেছে আশংকাজনক হারে। তবে শহরের প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন না কমলেও দুর্ভোগের কথা বলেন প্রতিষ্ঠান প্রধানরা। তাঁরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন শীতকালীন ছুটি দেওয়া হয় তখন শীত থাকে না। যখন গ্রীস্মকালীন ছুটি দেওয়া হয় তখন ফল পাকে না। তাই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময়গুলো বিবেচনায় আনা প্রয়োজন। যদিও রবিবার বিকেলের দিকে সূর্য উকি মেরেছিল কিন্তু তার স্থায়ীত্ব তেমন ছিল না। সন্ধ্যার পর থেকে কুয়াশা পারছে বৃষ্টির ন্যায়। রাত বাড়ার সাথে সাথে ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা।
×