ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০১:০৪, ৪ ডিসেম্বর ২০১৭

সিরাজদিখানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা নামক স্থানে বাসচাপায় সাহেদ আলী (২৮) নামে এক মাটি কাটার শ্রমিক এবং অপর দুর্ঘনায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের ছাইতানতলী নামক স্থানে দুপুর সাড়ে ১২ টায় পিকাপ ভ্যানের চাপায় কৃষ্ণদাসী (৭০) নামে এক বৃদ্ধা মারা যায়। হাসাড়া হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার ঘটনার জানান, মহাসড়কের রামের খোলা নামক স্থানে ঢাকাগামী এসএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে ভোলা জেলার দক্ষিন আইচা উপজেলার চর নুরউদ্দিন গ্রামের মৃত আব্দুল কাদের দেওয়ানের পুত্র। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে । অপর দিকে উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের ছাইতানতলী নামক স্থানে দুপুর সাড়ে ১২ টায় একটি পিকাপ ভ্যান চাপায় কৃষ্ণদাসী (৭০) নামে এক পথচারী বৃদ্ধাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত কৃষ্ণদাসী উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামের মৃত সুবল চন্দ্র দাসের স্ত্রী। সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান,ঘটনা শোনেছি তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি।
×