ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মুক্তিপণ আদায়ের প্রতারকচক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব

প্রকাশিত: ২৩:১৩, ১৫ নভেম্বর ২০১৭

মুক্তিপণ আদায়ের প্রতারকচক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ বুধবার মধ্যেরাতে র্যাব-১৪ সিপিসি ভৈরব ক্যাম্পের সদস্যরা বিদেশে অবস্থানরত প্রবাসীদেরকে অপহরণ ও জিম্মি করে বিকাশে মুক্তিপণ আদায়ের অভিযোগে মাদারীপুর জেলার সদর থানার মাছবাজার এলাকার সোহাগ বেপারী (৩০) নামে এক প্রতারক চক্রর সদস্যকে আটক করেছে। সে মাছবাজার এলাকার মিডিয়া ভবন এন্ড টেলিকম বিকাশের দোকান মালিক। তার বাবার নাম গহর বেপারী। র্যাব জানায়, মঙ্গলবার বি-বাড়িয়া জেলার কসবা থানা এলাকার মোঃ দুধ মিয়া থানায় অভিযোগ করে তার ছেলে দেলোয়ার হোসেনকে সৌদি আরবে অপহরন করা হয়েছে। পরে চক্রটি বিকাশের মাধ্যেমে ১০ লাখ টাকা দেয়ার কথা বলে। র্যাব দুদমিয়ার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল ফোনের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাদারীপুুর জেলার সদর থানা এলাকায় বিকাশ এজেন্টের অবস্থান সনাক্ত করে সোহাগ বেপারীকে আটক করে। আটক সোহাগকে কসবা থানায় হস্তান্তর করা হয়।
×