ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে পাচারকারী মিরাজের নিকট আত্মীয় গ্রেফতার

প্রকাশিত: ০১:২০, ৯ নভেম্বর ২০১৭

মাদারীপুরে পাচারকারী মিরাজের নিকট আত্মীয় গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মাদারীপুর জেলার কালকিনির মিয়ারহাট মৃধাকান্দি থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা লিবিয়ায় দূর্ধর্ষ জিম্মিকারী মিরাজের মা-বাবা, বোন-ভাবীকে গ্রেফতার করেছে র্যা ব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। এরা হলেন- মিরাজের পিতা মোঃ হাসেন হাওলাদার (৫৫), মা মোছাম্মাদ হেনা বেগম (৫০), বোন মোছাম্মাদ ময়না আক্তার (২৮) এবং মোছাম্মাদ ময়না বেগম (২৫)। র্যা ব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কালকিনির মিয়ারহাট মৃধাকান্দি অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। মিরাজ একজন মানব পাচারকারী তিনি লিবিয়ায় বসে বিভিন্ন মানুষকে জিম্মি করে লাখ লাখ আদায় ও বিভিন্ন দেশে মানবপাচার করে। দেশে অবস্থানরত মিরাজের বাবা, মা, বোন ও ভাবীর মাধ্যমে লাখ লাখ টাকা মুক্তিপন আদায় করে প্রতারকচক্রটি। মিরাজের ভাবী যিনি দেশে বসে মুক্তিপণের টাকা আদায় করতেন এবং তার হিসাব নম্বরে গত ছয় মাসে ত্রিশ লাখের বেশি মুক্তিপণের টাকা জমা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানবপাচার ও অর্থ আত্মসাৎ আইনে থানায় মামলা হয়েছে এবং থানায় হস্তান্তর করা হয়েছে।
×