ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০২:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মায়ানমারে রোহিঙ্গা মুসলমালদের অত্যাচার, হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির (সিইসি) উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নাছিরউদ্দিন মোল্লা,উপদেষ্টা কামাল হোসেন,গাজী লিটন,তদন্ত কর্মকর্তা আঃ সামাদ, সংগঠনটির জেলা কমিটির সভাপতি এটি এম দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ রানা, জেলা কমিটির যুগ্ন সম্পাদক রনি শেখ,সাংগঠনিক সম্পাদক রহুল কদ্দুস,সহ সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া,আইন বিষয়ক সম্পাদক এ্যাড.পাপিয়া আক্তার,মহিলা বিষয়ক সম্পাদিক নাজমা, সহ মহিলা সম্পাদিক সালেহা খাতুন টুম্পা,জেলা কৃষি ব্যাংক শাখার সভাপতি মাসুম মিয়া,সদর থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া,শ্রমিক নেতা আবুল কালাম,সেলিম মিয়াসহ মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মানববন্ধনকারীরা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের যথাযথ মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে নেয়ার আহবান জানান।
×