ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পত্নীতলায় অভিভাবক লাঞ্চিত

প্রকাশিত: ০০:৩১, ২০ জুলাই ২০১৭

পত্নীতলায় অভিভাবক লাঞ্চিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বৃহস্পতিবার নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বাদল স্বর্ণকার নামে এক অভিভাবককে লাঞ্ছিত করেন। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এমতাবস্থায় ওই প্রধান শিক্ষক লাঞ্ছিত অভিভাবকের কাছে অবশেষে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন। জানা গেছে, উপজেলা সদরের অন্যতম বিদ্যাপিঠ নজিপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীর পিতা বাদল স্বর্ণকার তার পুত্রের বেতন দিতে বিদ্যালয়ে যান। সেখানে এক চেয়ারে বসা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন তাকে লাঞ্চিত করেন। এব্যাপারে বাদল স্বর্ণকার জানান, তার ছেলেকে শ্রেণী কক্ষে পৌঁছে দিয়ে তিনি বিদ্যালয়ের অফিস কক্ষে ছেলের বেতন দিতে ঢুকে একটি চেয়ারে বসেন। এঅবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অফিস কক্ষে ঢুকে তাকে চেয়ারে বসা অবস্থায় দেখে তার ওপর চড়াও হন এবং নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
×