ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সংখ্যালঘু ব্যবসায়ীকে হুমকি

প্রকাশিত: ০০:৪৭, ২৬ মার্চ ২০১৭

নওগাঁয় সংখ্যালঘু ব্যবসায়ীকে হুমকি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় সুদের ওপর ১ লাখ টাকা ধার নিয়ে ৬০ হাজার টাকা সুদ ও ৬১ হাজার টাকা আসল পরিশোধ করার পরেও সংখ্যালঘু ব্যবসায়ী রাজ নারায়ন চৌধুরী দাদন ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার ভাই রফিকুল ইসলামের হুমকিতে সন্ত্রস্ত হয়ে পড়েছেন। ব্যবসায়িক পরিচিতির সুযোগে রাজনারায়ন চৌধুরীর ড্রয়ার থেকে দাদন ব্যবসায়ীর ছোটভাই রফিকুল ইসলাম ব্যাংকের ৩টি ফাঁকা চেক চুরি করে একটিতে ৭লাখ টাকা বসিয়ে ব্যাংকে জমা দিলে ব্যাংক তা বাতিল করে। ব্যাংকের চেক চুরিসহ সংখ্যালঘু ব্যবসায়ীকে মারপিট করে ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি এবং হত্যা করে লাশ গুমের হুমকির প্রেক্ষিতে বুধবার আদালতে মামলা দায়ের করলে দাদন ব্যবসায়ী দুই ভাই বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা নিজেদের সুদের কারবারের কথা গোপন করে ব্যবসায়ী রাজনারায়নের কাছ থেকে সরিষার তেল কেনার জন্য ৭ লাখ টাকা দেয়ার পর সেই টাকা বা তেল না দেয়ার কাহিনীর অবতারনা করে রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে থানায় উল্টো একটি জিডি করেন। যা সম্পন্ন মিথ্যা বলে দাবী করেন ব্যবসায়ী রাজনারায়নসহ স্থানীয় ব্যবসায়ীরা। একজন নীরিহ সংখ্যালঘু ব্যবসায়ীকে প্রান নাশের হুমকি ও বসতবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদের পরিকল্পনাকারী ওই দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে এলাকাবাসী সোচ্চার।
×