ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বেড়েছে পূজামন্ডপ, থাকবে তিন স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ২৩:৩২, ১ অক্টোবর ২০১৬

রাজশাহীতে বেড়েছে পূজামন্ডপ, থাকবে তিন স্তরের নিরাপত্তা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবে এবার পূজামন্ডপে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই দুর্গোৎসব পালন করতে পারেন এজন্য সেচ্ছাসেবী ও আনসার-ভিডিপি ছাড়াও প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্বে পুলিশ মোতায়েন থাকবে। সার্বক্ষনিক নজরদারি করবে সাদা পোষাকে গোয়েন্দা সদস্যরা। এছাড়াও র্যাষব ও পুলিশের বিশেষ টহল থাকবে পূজামন্ডপ এলাকাগুলোতে। রাজশাহী নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। পুলিশ কমিশনার বলেন, আগামী ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পূজামন্ডেপের পাশের দোকানপাট বন্ধ থাকবে। আযান ও নামাজের সময় বন্ধ রাখাসহ রাত ১১টার পর পূজামন্ডপে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজানো যাবে না। এছাড়াও কোন প্রকার পটকা ও আতশবাজী ব্যবহার বন্ধ এবং ভ্যানেটি ব্যাগসহ যে কোন ধরনের ব্যগ নিয়ে পূজামন্ডেপে যাওয়া যাবে না এবং বিকেলে ৩টা থেকে রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে আয়োজকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেন পুলিশ কমিশনার। এদিকে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সহসভাপতি ও রাজশাহী আঞ্চলিক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল কুমার সরকার বলেন, আইন শৃংখলা বাহিনীর নির্দেশনা মেনে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। তাদের এ নির্দেশনায় উৎসবের কোন ঘাটতি হবে না বলে জানান তিনি। অনিল কুমার বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কারণে এবার শারদীয় দুর্গোৎসবে পূজামন্ডপের সংখ্যা বেড়েছে। গত বারের ৪০২টি হলেও এবার ২৭টি পূজামন্ডপ বেড়ে দাড়িয়েছে ৪২৯টিতে। এর মধ্যে জেলায় ১৮টি ও নগরে ৯টি পূজামন্ডপ এবার বেড়েছে। এর আগে ২০১২, ১৩ ও ১৪ সালে ছিল ৪০৮ পূজামন্ডপ বলে জানান তিনি। ট্রাস্টি অনিল কুমার আরও বলেন, এবার প্রতিটি পূজামন্ডেপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। ইতোমধ্যেই সিটি করপোরেশন ও জেলা প্রশাসক বিতরণ সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
×