ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে সরকারী হাসপাতাল

প্রকাশিত: ০৪:০৭, ৬ আগস্ট ২০১৬

পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে সরকারী হাসপাতাল

কয়েক দশকের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাজধানীর সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম। এতে রোগীদের দীর্ঘ প্রতীক্ষা, কোন কোন ক্ষেত্রে ভুল রিপোর্টের পাশাপাশি নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে চিকিৎসা সেবা। স্বল্প বাজেট আর দীর্ঘসূত্রতা আধুনিক চিকিৎসা যন্ত্র কেনার ক্ষেত্রে বড় অন্তরায় বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। তবে সীমাবদ্ধতা থাকলেও প্রয়োজন অনুযায়ী সেবাযন্ত্র কেনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। প্রায় ১০ বছরের পুরনো একটিমাত্র সিটিস্ক্যান মেশিন দিয়ে চলছে ৬৭০ শয্যাবিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা সেবা। ৫ কোটি টাকা দিয়ে কেনা এই যন্ত্রটি সেকেন্ডে ১৬টি ছবি তুললেও, আধুনিক সিটিস্ক্যান এক সেকেন্ডের কম সময়ে তুলতে পারে মস্তিষ্কের ৫০০টি ছবি। রাজধানীর অন্যান্য হাসপাতালের চিত্রও একই রকম। ক্রমবর্ধমান মানুষের রোগের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়লেও বাড়েনি আধুনিক চিকিৎসা যন্ত্র। এতে অনেকক্ষেত্রে ভুল রিপোর্টের পাশাপাশি সেবা পেতে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হয়। হাসপাতাল প্রধান ও বিশেষজ্ঞরা বলছেন, সেবাযন্ত্র সংস্কারের পাশাপাশি সর্বাধুনিক যন্ত্র সরবরাহ করা না হলে স্বল্প সময়ে বিপুল পরিমাণ রোগীর চাপ সামলানো সম্ভব হবে না। Ñস্টাফ রিপোর্টার
×