ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সংবর্ধনা

প্রকাশিত: ০১:৩৬, ৮ মে ২০১৬

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বিশ্ব মা দিবস উদ্যাপন উপলক্ষে রবিবার ঠাকুরগাঁওয়ে র‌্যালি, আলোচনাসভা, স্বপ্নজয়ী ম য়েদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর । এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে গিয়ে শেষ । পরে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তারিকুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর চৌধুরী লায়লা আরজুমান্দ বানু, মিসেস এহিয়া রউফ, হাফেজ আল্ রশিদ, শামীম হোসেন, মোনোয়ারা বেগম প্রমূখ। এছাড়া দুই স্কুলছাত্রী তাদের মায়েদের ভালবাসা অনুভূতি ব্যক্ত করে। পরে স্বপ্নজয়ী নির্বাচিত ৬ মা’কে সম্মাননা প্রদান করা হয়। এসময় তাদের হাতে একটি করে ক্রেস্ট ও ফুলের ডালি তুলে দেওয়া হয়। যে মায়েরা শতকষ্টের মাঝে থেকেও সন্তানদের সম্মানজনক পেশাজীবি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং এজন্য যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন, কলেজপাড়ার আল্হাজ্জ জয়নাল আবেদিনের স্ত্রী সাহেরা বেগম, হাজীপাড়ার মরহুম মতিয়ার রহমানের স্ত্রী ফিরোজা বেগম, কালীবাড়ি এলাকার মরহুম এডভোকে আব্দুর রউফ’র স্ত্রী মিসেস এহিয়া রউফ, হাজীপাড়ার মরহুম নাজির আহমেদের স্ত্রী ফিরোজা বেগম, ঘোষপাড়ার মনসুর আলমের স্ত্রী মাগফেরা খাতুন, ইসলামবাগ মহল্লার আব্দুল করিম সরকারের স্ত্রী মনসুরা বেগম। এসময় স্কুল পর্যায়ে অনুষ্টিত রচনা প্রতিযোগিতার বিজয়দেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
×