ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

১৫ দিনের মধ্যে ভারপ্রাপ্ত মেয়র পাচ্ছে সিসিক

প্রকাশিত: ০৩:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

১৫ দিনের মধ্যে ভারপ্রাপ্ত মেয়র পাচ্ছে সিসিক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়র পদ নিয়ে জটিলতার অবসান ঘটার সম্ভাবনার দেখা মিলছে অবশেষে। সিসিক’র প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী এবং প্যানেল মেয়র-২ সালেহ আহমদ চৌধুরীর দায়েরকৃত দুটি রিট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন তার প্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে নির্ধারিত হবে কে হচ্ছেন সিসিক’র ভারপ্রাপ্ত মেয়র। এমনটাই জানিয়েছেন সিসিক’র প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীর আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী (সুপ্রিমকোর্টের আইনজীবী)। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে কয়েস লোদী আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানান এডভোকেট মোস্তাক। তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীর দায়েরকৃত রিট পিটিশন নং ১১৯২৫/২০১৪ এবং প্যানেল মেয়র-২ সালেহ আহমদ চৌধুরীর দায়েরকৃত রিট পিটিশন নং ৩৬৫/২০১৫ একত্রে শুনানি শেষে সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ২০১৫ সালের ৬ মে যে রায় প্রদান করেন, সেই রায়ের পূর্ণাঙ্গ কপি গত ২২ ফেব্রুয়ারি আমরা হাতে পেয়েছি। Ñস্টাফ রিপোর্টার, সিলেট অফিস
×