ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় আটক ৬ ॥ কাপড় উদ্ধার

প্রকাশিত: ১৯:৫১, ১৩ ডিসেম্বর ২০১৫

আশুলিয়ায় পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় আটক ৬ ॥ কাপড় উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ার ‘মায়া-মিতু’ নামে পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় জড়িতদের মধ্যে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুন্ঠিত ৩ হাজার কেজি কাপড়ের মধ্যে ১২শ’ কেজি কাপড় উদ্ধার করা হয়েছে। আটকেরা হলো- জামালপুর জেলার মেলান্দাহ থানার পাঠানপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪), শরিয়তপুর জেলার পালা থানার তুরাশা এলাকার মৃত সোলেমান সিকদারের ছেলে দুলু সিকদার (২৭), জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বারইপটল এলাকার রেজাউল হকের ছেলে সজিবুর রহমান আলিফ (২৬), শরিয়তপুর জেলার শেহের আলী মাদবর কান্দি এলাকার আবুল বাশার শেখের ছেলে শাহীন শেখ (২৩), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম মাজদাইর এলাকার বারেকের ছেলে স্বপন (২৭) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার পাচগাও এলাকার আব্দুস সামাদের ছেলে মিঠু বেপারী (২১)। ১৮ নবেম্বর আশুলিয়া থানাধীন দোসাইদ এলাকার ‘মায়া-মিতু’ পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটে ।
×