ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার ভারতে গেলেন ১৫২ জন

প্রকাশিত: ২১:১৫, ২৪ নভেম্বর ২০১৫

মঙ্গলবার ভারতে গেলেন ১৫২ জন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দহলা খাগবাড়ি ছিটমহলের ৩০টি পরিবারের ১৫২ জন নতুন ভারতীয় নাগরিক স্থায়ীভাবে ভারতে চলে গেলেন । ১৫০জন যাওয়ার কথা থাকলেও ২নবজাতক সহ এ সংখ্যা হয়েছে ১৫২ । এরমধ্যে ৬৩ জন পুরুষ ৫০ জন মহিলা এবং ২ নবজাতক সহ শিশু ৪৯ জন। চিলাহাটির ডাঙ্গাপাড়া সীমান্তে আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিকেলের দিকে হলদিবাড়ী সীমান্ত দিযে ভারতে প্রবেশ করবেন তারা। এর আগে সোমবার বিকেলে প্রয়োজনীয় মালামালসহ দেবীগঞ্জ ডিগ্রী কলেজে স্থাপিত চেকিং ও লোডিং পয়েন্টে আনা হয় তাদের। কাষ্টমস ও বিজিবি কর্তৃপক্ষের চেকিং কার্যক্রমের পর সেখানে তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকালে দেবীগঞ্জ চেকিং ও লোডিং পয়েন্ট থেকে ৪টি বাস ও ৮টি ট্রাকে মালামালসহ নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তে রওয়ানা দেন তারা। এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম আযম বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ১ম সচিব রমাকান্ত গুপ্তা,দেবগিঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। শেষ বিদায়ের ক্ষণে আতিœয় স্বজন এবং বিদায়ী ভারতীয়রা কান্নায় ভেঙ্গে পরেন। অসংখ্য উৎসুক জনতাও বেদনার্ত হয়ে পরেন।
×