ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশা॥ শিমুলয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৪ ঘন্টা পর সচল

প্রকাশিত: ১৮:৩১, ২০ নভেম্বর ২০১৫

ঘন কুয়াশা॥ শিমুলয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৪ ঘন্টা পর সচল

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৪ ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল সাড়ে ৮টায় সচল হয়েছে। এর আগে আকস্মিক ভোর রাত সাড়ে ৪টা থেকে ফেরি সার্ভস বন্ধ হয়ে যায়। এই সময় ধরে ৮টি ফেরি মাঝ পদ্মায় কয়েক শ’ যান ও সহ্রাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে। ফলে শিশুসহ যাত্রীরা শীতের মধ্যে মাঝ পদ্মায় চরম দুর্ভোগ পোহায়। মাঝ পদ্মায় আটকা পড়া ফেরিগুলো হলো রায়পুরা, রানীক্ষেত, করবী,কলমিলতা, জাহাঙ্গীর, রুহুল আমিন, কুসুমকলি ও লেন্টিং। পরে কুয়াশা কেটে যাবার পর ফেরিগুলো গন্তব্যে রওয়ানা দেয়। এ সময় উভয় পারে আটকা পাড় দুই’শ যান। এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ম্যানেজার আব্দুল আলীম জানান, আকস্মিক কুয়াশার কারণে বয়বাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হয়েছে। তবে এখন কুয়াশা কুয়াশা কেটে যাবার পর ফেরি সার্ভিস আবার চলতে শুরু করেছে। এই রুটে বর্তমানে ৩টা রো রো ফেরিসহ ১৪টি ফেরি চলছে। এ সময় উভয় পারে আটকা পাড় দুই’শ যান।
×