ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে নদী আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০১৯

দিনাজপুরে নদী আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জেলার নদ-নদী, খাল-বিল, জলাশয়, ঘাগড়া, দীঘি ও পুকুর রক্ষায় বাংলাদেশ নদী আন্দোলনের ১৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি ও সাংবাদিক লিমন হায়দার, বালুবাড়ী এমবিএসকে’র ট্রেনিং ইনচার্জ তোফাজ্জল হোসেন হিরা, সাংবাদিক পরিমল চক্রবর্তী, যাদব কুমার দাস সহ সদস্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয় দিনাজপুর জেলার গর্ভেশ্বরী, গাবুড়া, পূনর্ভবা, আত্রাই, কাকড়া ও গিরিজানাথ ক্যানেলসহ নদীগুলো দিন দিন অবৈধ দখলদারদের দ্বারা দখল হচ্ছে। দিনাজপুর জেলার নদ-নদী, খাল-বিল, জলাশয়, ঘাগড়া, দীঘি ও পুকুর রক্ষায় প্রশাসনসহ স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ জয়নুল আবেদীন এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
×