ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা ট্র্যাজিডি দিবস কাল ॥ নানা কর্মসূচী

প্রকাশিত: ২০:১৩, ৭ ডিসেম্বর ২০১৭

নেত্রকোনা ট্র্যাজিডি দিবস কাল ॥ নানা কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ আগামীকাল ৮ ডিসেম্বর শুক্রবার নেত্রকোনা ট্র্যাজিডি দিবস। ২০০৫ সালের এই দিন সকালে জেএমবির আত্মঘাতী জঙ্গীরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে নারকীয় বোমা হামলা চালায়। এতে উদীচীর শিল্পী ও সংগঠক খাজা হায়দার হোসেন এবং সুদীপ্তা পাল শেলীসহ আটজন প্রাণ হারান। নিহত অন্যরা হলেনঃ মোটর গ্যারেজ কর্মচারী যাদব দাস, গৃহিণী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, রিকশা চালক রইছ উদ্দিন, ভিক্ষুক জয়নাল আবেদীন ও আত্মঘাতী কিশোর কাফি। আহত হন আরও অন্তত ৬০ জন। ওই হামলার পর নিহত মোটর গ্যারেজ কর্মচারী যাদব দাসকে ‘হিন্দু জঙ্গী’ হিসেবে চিহ্নিত করে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের ষড়যন্ত্র করা হয়। কিন্তু আপামর জনতার আন্দোলনের মুখে এ ষড়যন্ত্র ব্যর্থ হয়। প্রতিবছরের মতো এবারও দিনটি বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হচ্ছে। ‘নেত্রকোনা ট্র্যাজিডি দিবস উদযাপন কমিটি’র ব্যানারে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছেঃ সকাল ৯টায় কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সাড়ে ৯টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৪০ মিনিটে রাস্তায় দাঁড়িয়ে পাঁচ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালন, ১১টা ১৫ মিনিটে প্রতিবাদী মিছিল, বিকাল ৪টায় স্থানীয় শহীদ মিনারে সন্ত্রাস-মৌলবাদ ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ, দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ও তথ্য চিত্র প্রদর্শন।
×