ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিংড়ায় সরকারি চাল বিক্রির দায়ে আ'লীগ নেতাসহ কারাদন্ড ২

প্রকাশিত: ০৫:৩৫, ৮ এপ্রিল ২০২০

সিংড়ায় সরকারি চাল বিক্রির দায়ে আ'লীগ নেতাসহ কারাদন্ড ২

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের সিংড়ায় ১৪৪০কেজি সরকারি চাল বিক্রির অভিযোগে এক আওয়ামীলীগ নেতা ও এক চাল ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার সারুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু ওই দুইজনকে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আওয়ামীলীগ নেতা আউয়াল হোসেন স্বপন উপজেলার সুকাশ ইউনিয়নের মৃত ফজলুর রহমানের ছেলে এবং সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং চাল ব্যবসায়ী রহমত আলী শারুপাড়া গ্রামের মৃত বাছতুল্লাহর ছেলে। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুকাশ ইউনিয়নের শারুপাড় গ্রামে চাল ব্যবসায়ী রহমত আলীর এক আত্মীয়ের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ১৪৪০ কেজি সরকারি চাল জব্দ ও ওই দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আ’লীগ স্বপন ওই চাল রহমতের কাছে বিক্রি করে জানান যায়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড দেওয়া হয়।
×