ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার আটক করেছে নৌবাহিনী ২৬ যাত্রী হোমকোয়ারেন্টাইনে

প্রকাশিত: ০৮:৫৭, ৭ এপ্রিল ২০২০

হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার আটক করেছে নৌবাহিনী ২৬ যাত্রী হোমকোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নির্দেশ অমান্যকরে যাত্রী পারাপার করায় একটি ট্রলার আটক করেছে নৌ-বাহিনী। এসময় ট্রলারে থাকা ২৬যাত্রীকে আটক করে অভিবাভকরে জিম্মাই হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করে ছেড়ে দেওয়া হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট ট্রলার মালিককে ৫হাজার টাকা জরিমানা করে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটে। জানাযায়, দেশের বিভিন্ন জেলা থেকে হাতিয়ার উদ্বোশ্যে আসা ২৬জন যাত্রী গোপনে একটি ট্রলারে নলচিরা ঘাটে আসে । সংবাদ পেয়ে হাতিয়া নৌবাহিনীর সদস্যরা ট্রলার টিকে ঘাটে পৌছানোর আগেই আটক করে পেলে। এদের মধ্যে তাবলিগ জমাতের এক সদস্য ও ছিল। পরে ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট সারোয়ার আলম গিয়ে ট্রলার মালিককে ৫হাজার টাকা জরিমানা করে। এসময় ট্রলারে থাকা ২৬যাত্রীকে হাতিয়া পুলিশ থানায় নিয়ে আসে প্রশাসন। পরে মেডিকেল পরিক্ষা করে সকলের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রিত হওয়ায় অভিবাভকের জিম্মাই বাড়ীতে হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশ দিয়ে ছেড়ে দেয়। এব্যাপারে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো: মনজু জানান, এদের মধ্যে তাবলিগে থাকা একজনকে আমারা গুরুত্ব দিয়ে মনিটরিং করেছি। সে চুয়াডাঙ্গা থেকে এসেছে। হাতিয়াতে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকায় তাকে ও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি।
×