ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএম আই ভ্যাকসিন ইন্ডাস্ট্রি

ছুটির দাবিতে শ্রমিক আন্দোলন ॥ ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

প্রকাশিত: ০৮:৪২, ৮ এপ্রিল ২০২০

ছুটির দাবিতে শ্রমিক আন্দোলন ॥ ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দিতে অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রির শ্রমিকরা। মঙ্গলবার দেশের সার্বিক অবস্থা এবং শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কাজে যোগ না দিয়ে ছুটির দাবিতে আন্দোলন করেন। পরে আগামী ১৪ তারিখ পর্যন্ত কারখানাটি বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে কয়েক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা আতঙ্কে দেশের অধিকাংশ বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও কাজ চালিয়ে যাচ্ছিল জেএমআই ভ্যাকসিন ইন্ডাস্ট্রি। কোম্পানিটির অধিকাংশ কর্মচারী স্থানীয় না হওয়ায় বাড়িওয়ালারা তাদের বাড়ি ত্যাগ করতে আদেশ দিয়েছেন। এছাড়াও গণপরিবহন বন্ধ থাকায় নিদারুণ কষ্ট করে গত কয়েকদিন ধরে শ্রমিকরা কাজে আসছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে শ্রমিকরা। ইন্ডাস্ট্রিটির প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান জানান, জেএমআই মূলত একটি ভ্যাকসিন ইন্ডাস্ট্রি। এখানে বিভিন্ন প্রকার ভ্যাকসিন ও ওষুধ তৈরি হয়। সেজন্য তারা কারখানাটি চালু রেখেছিলেন। তবে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে কারখানাটি ৮ তারিখ হতে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। ঈশ^রদীতে দুই বাড়ির দরজায় বোমাসদৃশ বস্তু আতঙ্ক স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ ঈশ্বরদীর পাকশী দিয়াড় বাঘইল গ্রামে দুটি বাড়ির দরজায় বোমাসদৃশ বস্তু রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে কে বা কারা এগুলো রেখে যায়। এলাকাবাসী জানান, পাকশীর দিয়াড় বাঘইল ক্লাব মোড়ের করিমের মিল সংলগ্ন হাজি পাড়ায় শফিকুল ইসলাম প্রামাণিক ও আব্দুল গাফফার প্রামাণিকের বাড়িতে এগুলো রাখা হয়। ইলেকট্রিক মোটা তারের দুই মাথায় দুটি বোমা রাখা হয়েছে। বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। চারদিন আগে পেট্রোল ঢেলে রেখে যায় অজ্ঞাতরা। এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
×