ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে : নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৪, ৭ এপ্রিল ২০২০

করোনা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে : নৌ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের জনগনের পাশে থাকতে হবে। সরকারের দেয়া ত্রাণ কার্যক্রম যেন সুষ্ঠু ভাবে পরিচালিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ পরিস্থিতে যেন কেউ গুজব বা অপপ্রচার না ছড়ায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি এবং সার্বিক ত্রাণ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথ বলেন। দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাডঃ জাকিয়া তাবসসুম জুই, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, করোনা প্রতিরোধে সচেতনতাই একমাত্র শক্তি। স্বল্প আয়ের মানুষ দরিদ্র মানুষ যাতে করে অনাহারে না থাকে সে বিষয়ে জনপ্রতিনিধিদের খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সীমান্তবর্তী জেলা দিনাজপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সকলকে সোচ্চার থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, কিছু বাংলাদেশী বিদেশে থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে নিজ নিজ এলাকায় অবাধে চলাফেরা করছেন। এতে করে নিজের এবং পরিবারকে বিপদে ফেলছেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে সজাগ থাকতে হবে।
×