ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালের ছয় বাড়ি লকডাউন

প্রকাশিত: ০৬:৪৮, ৭ এপ্রিল ২০২০

বরিশালের ছয় বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সতর্কতার অংশহিসেবে বরিশাল সদর ও উজিরপুর উপজেলার ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে। এরমধ্যে একটি বরিশাল সদর উপজেলার তালতলি এবং অপর পাঁচটি উজিরপুরে। সোমবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার বিকেলে ইউসুফ আলী খান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। করোনা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তার আগেই সতর্কতার অংশ হিসেবে মৃত ইউসুফ আলীর বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে এসেছেন এমন লোকদের খুঁজে বের করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে সোমবার রাতে রশিদ উদ্দিন (৫৫) নামের এক ফল ব্যবসায়ী জ্বর, কাশি, গলা ব্যাথা নিয়ে উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ সিদ্দিক বেপারীর গৃহে অবস্থানের সংবাদ পায় উপজেলা প্রশাসন। পরে তারা সেখানে গিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই ব্যক্তির দেখভাল করার পাশাপাশি আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে দিয়েছেন। এসব বাড়ির লোকজন নিজ নিজ ঘর থেকে যাহাতে বাহিরে বের না হয় অর্থাৎ হোম কোয়ারেন্টিনে থাকেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেছে। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে লকডাউনে থাকা বাড়িগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। বরিশাল জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইরের জেলা থেকে বরিশাল জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
×