ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় মুক্তিযোদ্ধার জমি দখল করছে বিএনপি নেতা

প্রকাশিত: ০৭:৩৬, ৪ এপ্রিল ২০২০

কলাপাড়ায় মুক্তিযোদ্ধার জমি দখল করছে বিএনপি নেতা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ পটুয়াখালীর কলাপাড়ায় আলীপুর বন্দরে স্থানীয় এক বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার ফরাজী গংদের জমিতে একাধিক ঘর তুলে দখল নিয়েছে। এ বিষয়ে আদালতের নথিসহ স্বরাস্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে আলীপুরে মুক্তিযোদ্ধা আঃ সত্তার ফরাজী গংদের জমিতে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে রাতারাতি ৭/৮টি ঘর তুলে দখলে নেয় সেখানকার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি ও তার সন্ত্রাসী বাহিনী। দখলপ্রক্রিয়া অব্যাহত রয়েছে। গত ২২ মার্চ পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত বিচারাধীন মামলার ধার্য তারিখ আগামী ২৯ এপ্রিল ২০২০ পর্যন্ত বিরোধীয় জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ, আকার পরিবর্তন, সৃজনসহ সকল ব্যাপারে পুরাতন নিষেধাজ্ঞা আদেশের সময় বৃদ্ধি করে বাদী ও বিবাদীদের প্রতি আদেশ জারি করেন। বিজ্ঞ জেলা জজ আদালতের স্থিতি আদেশের তোয়াক্কা না করে মামলার বিবাদীরা পরস্পর যোগসাজসে বাদী কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ সত্তার ফরাজী গংদের নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘর তুলে দখল করে যাচ্ছে। করোনা ভাইরাসের প্রভাবে সবাই যখন ঘরের বাইরে যাওয়া বন্ধ রেখেছেন, এ সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে জমি দখলে তৎপর হয় বিএনপি নেতা মতিউর রহমান ও তার দলবল। আঃ সত্তার ফরাজীর ছোটভাই মহিপুর থানা শ্রমিক লীগ সভাপতি কালাম ফরাজী বলেন, এবিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ বরারব লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। উল্টো রহস্যজনক কারণে প্রতিপক্ষকে রাতারাতি একাধিক ঘর তোলায় সহযোগীতা করেছেন। মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ঘর তোলায় সহযোগীতার অভিযোগ অস্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি, আমাদের সামনে কেউ ঘর তোলেনি।
×