ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে কোয়ারেন্টাইন শেষে ১১৯৫ প্রবাসী স্বাভাবিক জীবনে

প্রকাশিত: ০৭:০৬, ৪ এপ্রিল ২০২০

কিশোরগঞ্জে কোয়ারেন্টাইন শেষে ১১৯৫ প্রবাসী স্বাভাবিক জীবনে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে জেলায় মোট ১২৭৮ জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের মধ্যে মোট ১১৯৫ জন কোয়ারেন্টাইন সমাপ্ত করে স্বাভাবিক জীবনে ফিরেছেন। শনিবার জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এবং সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় মোট ৮৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে ২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকি ৮১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে নতুন করে ১২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার ১৩টি উপজেলার মধ্যে পাকুন্দিয়ায় ৩ জন, নিকলীতে ১ জন, ভৈরবে ৭ জন ও অষ্টগ্রামে ১ জনকে নতুন করে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া এই ২৪ ঘন্টায় মোট ৩৩ জন তাদের কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান জানান, কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে মোট ১১৯৫ জন তাদের কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন। এই সময়ে তাদের কারো মধ্যে করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা যায়নি।
×