ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে জাল ফেলাকে কেন্দ্র কওে নিহত ১, গ্রেফতার ১

প্রকাশিত: ০৪:১৯, ৩ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জে জাল ফেলাকে কেন্দ্র কওে নিহত ১, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়ায় জাল ফেলাকে কেন্দ্র করে ইন্দ্রজিৎ দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় পিন্টু দাসকে (৪২) নৌকাসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চর বলাকি গ্রামের কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এসব তথ্য দিয়ে গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন জানান, সকালে চর বলাকি গ্রামের কাছে মেঘনা নদীতে ছোট নৌকা নিয়ে মাছ ধরার জাল ফেলার জায়গা নিয়ে ইন্দ্রজিৎ ও পিন্টুর মধ্যে কথা কাটাকাটি হয়। দু’জন নৌকা দুটিকে একা ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে পিন্টু তার হাতের বৈঠা দিয়ে ইন্দ্রজিতের বাম পাশের কান বরাবর মাথায় আঘাত করিলে ইন্দ্রজিৎ নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পিন্টুকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পিন্টাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং দুপুরে ডুবুরিরা মেঘনা থেকে ইন্দ্রজিতের লাশ উদ্ধার করে। ওসি আরও জানায় লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ইন্দ্রজিৎ হবিগঞ্জের লাখাইয়ের মুড়াকুড়ি গ্রামের শ্রীচরণ দাসের পুত্র এবং পিন্টু ব্রাক্ষ্মনবাড়িয়ার নাসিরনগরের ঝন্টু দাসের পুত্র। এ ব্যাপারে গজারিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
×