ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে নিরাপত্তাবাহিনী অর্ধকোটি টাকার গাঁজার ক্ষেত ধ্বংস করেছে

প্রকাশিত: ০০:০০, ২ এপ্রিল ২০২০

রাঙ্গামাটিতে নিরাপত্তাবাহিনী অর্ধকোটি টাকার গাঁজার ক্ষেত ধ্বংস করেছে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় গভীর অরণ্য এলাকায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী এক একর গাঁজার ক্ষেত ধ্বংস করেছে । উপজেলার পাহাড়ের দুর্গম তৈন্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার গাঁহার ক্ষেত ধ্বংস করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্রে আজ বৃহস্পতিবার জানান। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার নানিয়ারচর জোনের অধীনস্থ জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্প হতে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল ক্যাম্প থেকে ৩ কি: মি: উত্তরে তৈন্যপাড়া নামক দুর্গম পাহাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এসময় প্রায় এক একর জমিতে গাঁজার ক্ষেত শনাক্ত করে আগুন জ¦ালিয়ে নিরাপত্তা বাহিনী তা ধ্বংস করেন । অবৈধ গাঁজার ক্ষেতটির মালিক জনৈক রিকু চাকমা।তার বাড়িতে নিরাপত্তা বাহিনীর টহল গেলেও তার হদিস পায়নি বলে জানা গেছে। এ বিষয়ে নানিয়াচর জোন কমান্ডার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গহীন জঙ্গলে ও দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা গাঁজা চাষ করেছে। তারই ধারাবাহিকতায় তৈন্যপাড়া নামক দুর্গম পাহাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে গাঁজার ক্ষেত শনাক্ত করে আগুণ জ্বালিয়ে তা ধ্বংস করা হয়েছে তিনি জানান ।
×