ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ৩৮৮২ পরিবারে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৮:৫৬, ১ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জে ৩৮৮২ পরিবারে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে করোনা মোকাবেলায় সরকারি মানবিক সহায়তা হিসাবে জেলায় বরাদ্দকৃত ত্রাণ প্রান্তি পর্যায়ে বিতরণ চলছে। মুন্সীগঞ্জে বুধবার আরও ৭৯২ পরিবারের মাঝে ত্রাণ সরকারি এই ত্রাণ বিতরণ করা হয়। আর আগে শনি, রবি, সোম ও মঙ্গলবার আরও ৩০৯০ পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। এই নিয়ে এপর্যন্ত ৩ হাজার ৮৮২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮৫০ পরিবার, গজারিয়া উপজেলায় ৬৩২ পরিবার, সিরাজদিখান উপজেলায় সাড়ে ৩৫০ পরিবার, শ্রীনগরে ৩৫০ পরিবার, লৌহজংয়ে ১হাজার পরিবার এবং টঙ্গীবাড়ি উপজেলায় ৭শ’ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় জানিয়েছেন, এপর্যন্ত সরকারিভাবে ১২ লাখ টাকা এবং ৩শ’ মে. টন চাল বরাদ্দ এসছে। জেলার ছয়টি উপজেলায় করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের প্রাথমিকভাবে সাড়ে ১২ হাজার পরিবারের তালিকা করা হয়েছে। এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। জেলায় সরকারিভাবে বরাদ্দকৃত চালের মধ্যে ৪০. ৩২ টন এবং ১০ লাখ ৮ হাজার ০৯০ টাকা বিতরণ হয়েছে। এই বরাদ্দের মধ্যে আরও মজুদ আছে ৫২১. ৬৮ টন চাল এবং ৩ লাখ ৯৫ হাজার ৫৯১ টাকা। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম বেদেপল্লীর কর্মহীন ও উপার্জনহীন পরিবারের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিকেলে মিরকাদিম বেদেপল্লীতে ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহাম্মেদ, মিরকাদিম পৌর মেয়র মো. শহীদুল ইসলাম শাহিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাউল হক সাবেরিন প্রমুখ। বেদে পরিবারগুলো চাল, ডাল, আলু, তেল ও সাবান পেয়ে বেজায় খুশি। বেসরকারিভাবেও বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় নগন্য।
×